বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ত্রিশালে জেলা প্রশাসকের মতবিনিময় সভা  

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  

ত্রিশালে জেলা প্রশাসকের মতবিনিময় সভা  

ময়মনসিংহ জেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর আগমন উপলক্ষে মঙ্গলবার (১২ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে ত্রিশাল উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন সরকার, সহকারী কমিশনার (ভূমি)  হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মানিক সাইফুল, ত্রিশাল সার্কেল অরিত সরকার, ত্রিশাল থানার ওসি কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন, নির্বাচন অফিসার মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল, সাংবাদিক মুস্তাফিজুর রহমান নোমানসহ আরও অনেকে।

টিএইচ